Schedule Event Date: 21st February 2023
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ একটি অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের প্রারম্ভে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুষ্প অর্পণ করা হয়।এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিভাগের ছাত্রছাত্রীরা।সেদিনের বক্তা ছিলেন বিশিষ্ট লেখক স্বপ্নময় চক্রবর্তী।তাঁর বক্তব্যের বিষয় ছিল ‘আখ্যানের ভাষা,লেখকের সঙ্কট ‘ উপস্থিত সকলকে সমৃদ্ধ করে তাঁর বক্তব্য। শেষে ছাত্রছাত্রীদের অনবদ্য গীতিনাট্য ও নৃত্যনাট্যে ,আবৃত্তি সবার মন ভরিয়ে দেয়।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মহুয়া দাস মহাশয়া।আহ্বায়ক ছিলেন বাংলা বিভাগের প্রধান ড. সোমা ভদ্র রায়।উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপকগণ এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ড.সুশান্ত ব্যানার্জী।