Schedule Event Date: 19th January 2023
গত ১৯ তারিখে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত বিশেষ বক্তৃতামালা -৬ অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা কবি ও সাহিত্যিক জয় গোস্বামী।কবির স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠের মূর্ছনা সমগ্র কক্ষে ছড়িয়ে পড়েছিল ।পাঠের সঙ্গে সঙ্গে কবি বলে চলেছিলেন প্রতিটি কবিতার সৃষ্টির রহস্য। বাস্তব জীবনের অভিজ্ঞতা আর আর্থ-সামাজিক-রাজনৈতিক নানা পরিপ্রেক্ষিত তাঁর কবিতা লেখার পিছনে ক্রিয়াশীল।বাস্তব কল্পনার অপূর্ব মিশেলে সৃষ্ট কবির কাব্যভুবন।প্রেমিক কবির বেশিরভাগ কবিতা বা আখ্যানের কেন্দ্রে আছে নারী।তাদের কথাও শোনালেন তিনি।কবির উপস্থাপনা উপস্থিত সকলকে মুগ্ধ করে রেখেছিল।বাংলা বিভাগের অধ্যাপকদের ও ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মহুয়া দাস মহাশয়া।অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বাংলা বিভাগের গবেষক নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটির গ্রন্থনা ও কবির সঙ্গে আলাপচারিতায় ছিলেন বাংলা বিভাগের প্রধান ড.সোমা ভদ্র রায়।